অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান বলেছেন, সু শিক্ষার মাধ্যমেই একটি জাতি উন্নতির চরম লক্ষ্যে পৌঁছতে পারে। আগামী বিশ্বকে একটি বুদ্ধি ভিত্তিক সমাজ উপহার দিতে আজকের শিক্ষার্থীদেরকে মেধাকে মূল্যায়ন করতে হবে। এই শিক্ষার্থীরাই তাদের মেধার মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের পূর্বপুরুষরা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই পূরণ করবে।
বিশ্বনাথ উপজেলা কল্যাণ সমিতি সিলেট-এর উদ্যোগে কৃতি ছাত্র/ছাত্রীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদ হলে এ কৃতি ছাত্র/ছাত্রীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা কল্যাণ সমিতি, সিলেট-এর সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছদিকুর রহমান ছাদিক ও যুগ্ম সম্পাদক আবুল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ-এর প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আ,ন,ম শফিকুল হক, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগ এর সাংগঠানিক সম্পাদক এডভোকেট শাহ মশাহিদ আলী, দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, শিল্পপতি লেছু মিয়া, বিশ্বনাথ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগ ও জেলা যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা।
মাওলানা তৈয়বুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা কল্যাণ সমিতি, সিলেট-এর সিনিয়র সভাপতি হাজী মখলিছুর রহমান, আব্দুল তাহিদ, প্রভাষক খালেদ উদ্দিন, সুলতান আলী মনসুর, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ সুরুজ আলম, বিশ্বনাথ উপজেলা কল্যাণ সমিতির প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, বিশ্বনাথ থানা আওয়ামীলীগ এর সাংগঠানিক সম্পাদক শাহ ফজে আহমদ সেবুল, শহীদ সোলেমান-এর ছোট ভাই বুরহান হোসেন, অধ্যাপক এম,এ,ওয়াহাব, প্রভাষক মাহবুব আলম, আবেদুর রাজা কুটি, এড, জয়জিতা আচল, সুনু মিয়া, বাবর লস্কর, গোলাম কিবরিয়া মাসুক, আমর আলী চেয়ারম্যান, ইকবাল হোসেন রুবেল, শাহ আলম, আফতাব উদ্দিন মাস্টার, খুয়াজ আলী ফয়োজ, শাহ ইমরান আহমদ, মফাজ্জল হোসেন খান, গোলাম মৌলা চৌধুরী, সাজলু লস্কর, এম বাবর লস্কর, শাহ আসাদ সোবহানী, এড. খালেদ আহমদ, ছাত্রলীগ নেতা জাহেদ নজির আহমদ, শাহ আলম, মাসুদ কামাল সুফি, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আকিল আহমদ, ফয়জুর রহমান, শানুর আলী ফয়েজ প্রমুখ। বিজ্ঞপ্তি