জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে ——এডভোকেট জুবায়ের

40

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- বুদ্ধিজীবীরা দেশের শ্রেষ্ঠ সম্পদ। তাদের মেধা, মনন, প্রজ্ঞা ও মনীষা দেশ ও জাতিকে দিকনির্দেশনা দিয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মহান বিজয়ের মাত্র ২ দিন আগে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছে। বুদ্ধিজীবী হত্যাকান্ড ও অপহরণের ঘটনার সাথে কারা জড়িত জাতি তা জানতে চায়। ক্ষমতাসীনরা শহীদ বুদ্ধিজীবী রহস্য উদঘাটনের চেষ্টা না করে এই ইস্যুকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের হাতিয়ার বানিয়েছে। বিজয়ের ৪৬ বছর পরও এদেশের বুদ্ধিজীবী ও জাতীয় রাজনীতিবিদদের খুন-গুম ও বিচারের নামে হত্যার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সহাকরী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম, অফিষ সেক্রেটারী জাহেদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াত মু. আজিজুল ইসলাম ও এখলাছুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি