হিসাব মহা নিয়ন্ত্রক বাংলাদেশ মোঃ আবুল কাশেম বলেছেন, নিষ্ঠা ও সততার সাথে সেবা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন, যাতে সেবা গ্রহণকারীরা ভোগান্তির শিকার না হন। সচেতনতার সাথে কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণœ রাখতে হবে। তিনি গতকাল রবিবার সিলেট নগরীর চারাদীঘিরপারস্থ কার্যালয়ে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস সিলেটের সভাপতিত্বে ও মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার একাউন্ট অফিসার মোঃ এখলাছুর রহমান এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস সিলেট ডেপুটি নিবার চন্দ্র দে, মৌলভীবাজার ডিএও মোঃ আব্দুল হক, হবিগঞ্জ ডিএও নবদুলাল তালুকদার, মানিক কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন সিলেট ক্রীড়া কল্যাণ কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলী, সম্পাদক মোঃ ফজলুর রহমান ও ক্রীড়া সম্পাদক বিকাশ কান্তি দাস। কর্মকর্তা পরিষদ থেকে ক্রেস্ট প্রদান করেন সুনামগঞ্জ ডিএও সুপার পার্থ প্রতিম নাথ। অফিস সহায়কের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন মোঃ আবু তাহের ও মোঃ সাঈদুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বানিয়াচং উপজেলার হিসাব রক্ষণ অফিসার মোঃ আব্দুল হাই। বিজ্ঞপ্তি