সিলেট জোনের মাল্টি রিজিওনাল ও জোনাল কলার হ্যান্ড ওভার প্রোগাম

90

রোটারেক্ট ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশ কর্তৃক শনিবার বিকেল ৪টায় সিলেট নগরীর মুসলীম সাহিত্য সংসদে কলার হ্যান্ড ওভার প্রোগরাম অনুষ্ঠিত হয়। প্রোগরাম এর শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটারেক্টর মারুপ আহমেদ। অনুষ্ঠানে রোটারেক্ট ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর ফার্স্ট প্রেসিডেন্ট ও রিজিওনাল রিপ্রেজেনটেটিভ রোটারেক্টর আল-আমীন ও ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট প্রেসিডেন্ট রোটারেক্টর সৈয়দ মাসিদুর রহমান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারেক্ট জেলা প্রতিনিধি (ডিআরআর) রোটারেক্টর নাফিজুল আলম। তিনি বলেন একটি সুন্দর সমাজ তৈরিতে রোটারেক্টরা কাজ করে যাচ্ছে সেই সাথে রোটারেক্টর বন্ধুরা প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে। আমরা আমাদের সমাজ ও নিজের পরিবারের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করব। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন রোটারেক্ট ও রোটারিয়ানগণ। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটির ফাস্ট প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ারম্যান (২০১৮-১৯) এ কে এম শামসুল হক দিপু, জালালাবাদ রোটারী ক্লাবের আরসিসি রোটারিয়ান ইঞ্জিনিয়ার সুহেব আহমদ মতিন, রোটারী ক্লাব অব সিলেট রয়েলস এর ফার্স্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রাহাত তরফদার, রোটারিয়ান রাজিব দাস রুপম এসিস্ট্যান্ড গভর্ণর (২০১৮-১৯), সাবেক ডিআরসিসি রোটারিয়ান আলী আজম চৌধুরী তমাল, সাবেক এক্স রোটারেক্টর আবু ছালে চৌধুরী, এক্স রোটরেক্টর সুমন আহমদ, সাবেক জেলা প্রতিনিধি- (পিডিআরআর) ও রোটারিয়ান হুসেন আহমদ শিপন, সাবেক জেলা প্রতিনিধি (পিডিআরআর) শাহ জুনেদ আলী, এডিআরআর রোটরেক্টর কৃপালী চৌধুরী রাহুল, এডিআরআর জাহাঙ্গীর হোসেন, এডিআরআর রোটারেক্টর পরিমল পাল, ডিস্ট্রিক্ট্র সাধারণ সম্পাদক (ডিএস) রোঃ রাসেল আহমদ, ডিস্ট্রিক্ট্র সাধারণ সম্পাদক (ডিএস) রোঃ জহুরুল ইসলাম, ডিস্ট্রক্ট্র সেক্রেটারী রোঃ ফয়ছল আহমদ, ডিস্ট্র্ক্ট্র সেক্রেটারী রোঃ এ এম আহাদ, ডিস্ট্রক্ট কর্ডিনেটর রোটারেক্টর মাহমুদুল হাসান, ডিরেক্টরী কমিটির চেয়ারম্যান রকিবুল ইসলাম রনি, এডিশনাল ডিস্ট্রক্ট সেক্রেটারী রোঃ রাশেদুজ্জামান রাশেদ, রিজিওনাল রিপ্রেজেনটেটিভ রোঃ সুজিদ দাস, রোঃ ওরায়দ আহমদ, রোঃ রায়হান আহমদ, ডিস্ট্রিক জোনাল রিপ্রেজেনটেটিভ রোটরেক্টর হুমায়ুন রশিদ শাহিন, রোঃ রুহুল আমিন কমল, রোঃরিনা বেগম, রোঃ তারেক হাসান, রোঃ হাবিবুর রহমান, রোঃ বিপ্লব কান্তি দাস, উপস্থিত ছিলেন (২০১৮-১৯) সালের সকল প্রেসিডেন্ট বৃন্দগণ, সকল ক্লাব সেক্রেটারী বৃন্দ ও সিলেট জোনের সকল রোটরেক্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি