স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের চাঞ্চল্যকর এসিড অপরাধ দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোজাম্মেল আলম ভুঁইয়া ৫ বছর পর অবশেষে ঢাকায় গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিওিতে র্যাব-৯, সিলেটের একটি চৌকস টিম এএসপি ওবাইন এর নেতৃত্বে মগবাজার এলাকা থেকে মোজাম্মেলকে প্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোজাম্মেল আলম ভুঁইয়া (৩২) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের আব্দুল রব ভুঁইয়ার পুত্র।