সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি এলাকায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। রবিবার সুইচ টিপে পল্লী বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মতিউর রহমান ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এ উপলক্ষে ওই দিন বিকেলে স্থানীয় মথুরকান্দি বাজারে সলুকাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ এক জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগ সভাপতি আলহাজ¦ মতিউর রহমান বলেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমন সংসদ নির্বাচনে কার্ড চাইতে পারেন কিন্তু তিনি উন্নয়নের পরীক্ষায় পাস করতে পারেননি। জেলা পরিষদের আগের বরাদ্দের কথা লোকজন জানতো না, কই গেল এসব বরাদ্দ আপনারা জিজ্ঞেস করুন। জাতীয় পার্টির এমপির মাধ্যমে টিআর, কাবিটা সহ অনেক বরাদ্ধ এসেছে। কিন্তু বিভিন্ন বরাদ্দের কাজ হয়নি কেন ? আপনারা জিজ্ঞেস করুন। বিশেষ অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন, আওয়ামীলীগে বঙ্গবন্ধুর খুনী ও রাজাকারের প্রেতাত্মারা আশ্রয় নিয়েছে, আপনারা সতর্ক থাকবেন। আগামী নির্বাচনে জনগণের পরীক্ষিত সেবক ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের শেষ আশ্রয়স্থল আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী হিসেবে আমার নেতা মতিউর রহমানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন। তিনি বলেন, মতিউর রহমান এমপি থাকাবস্থায় যেমন আপনাদের পাশে ছিলেন তেমনি এমপি না থাকার পরও এখন পর্যন্ত বিশ^ম্ভরপুরবাসীর পাশে আছেন। কিন্তু হাইব্রীড নেতাদেরকে নির্বাচনের পরে জনগণের পাশে পাওয়া যায় না। তিনি সলুকাবাদ ইউনিয়নে জেলা পরিষদের অর্থায়নে একটি শহীদ মিনার ও গণ শৌচাগার স্থাপন করে দেওয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
সলুকাবাদ ইউপি আওয়ামীলীগ সভাপতি সফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা সাবেক পিপি এডভোকেট শফিকুল আলম,জেলা আওয়ামীলীগ নেতা শংকর চন্দ্র দাস, পল্লীবিদ্যুতের এজিএম নিতীশ সাহা,বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক,সহ সভাপতি মরম আলী,ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর,বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক যুবের আহমদ অপু,বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান,সাবেক ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী সোহেল কালাচান,জেলা ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন ইমন, সলুকাবাদ ইউপি আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,সলুকাবাদ ইউপি আ’লীগের সিনিয়র সহ সভাপতি করম আলী,উপজেলা যুবলীগের সভাপতি খালেদ মাহমুদ তালুকদার প্রমুখ। এদিকে মথুরকান্দির আবুল কালাম ও সুলতান মিয়া মতিউর রহমানের হাত ধরে আওয়ামীলীগে যোগদান করেন। জনসভায় পল্লীবিদ্যুতের এজিএম বলেন, সাবেক এমপি আলহাজ¦ মতিউর রহমানের দেয়া ডিও লেটারের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমতিক্রমে মথুরকান্দি এলাকায় ১৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এতে ব্যায় হয়েছে ৩ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে গ্রাহক আবাসিক ৫১৬ জন,বাণিজ্যিক ১৬৪ জন ও স্কুল মাদ্রাসা ধাতব্য প্রতিষ্ঠান ৭টি এই বিদ্যুৎ সুবিধা পেয়েছে ।