মৃত্যুর পর সবাই মায়াকান্না করে আর জীবিতকালে বাম্পু দেয় -সমাজকল্যাণ মন্ত্রী

37

Mohsin_ali_sm_484161466জুড়ী থেকে সংবাদদাতা :
সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এম.পি বলেছেন মৃত্যুর পর এসে সবাই মায়াকান্না করে প্রসংশা করছেন অথচ সারা জীবন বাম্বু দিয়েছেন। গতকাল রবিবার বিকাল ৩টায় জুড়ী টি.এন খানমডিগ্রী কলেজ মাঠে হেলিকপ্টার যোগে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ মুমীত আসুক এর জানাযায় অংশগ্রহণ করে মন্ত্রী উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য রাখেন। জানাযায় মন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তার বিরোধী নেতাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে। দুই বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ মুমীত আসুক দীর্ঘদিন দোরারোগ্য ক্যান্সারে ভোগে ২২ নভেম্বর রাত সোয়া ৯ টায় নিজ বাংলো বাড়ীতে মৃত্যু বরণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও নাতী নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জুড়ী উপজেলা সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ রাখে। জানাযায় অংশ নিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু সহ জেলার সব কটি উপজেলা পরিষদ চেয়ারম্যন, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, জুড়ী বড়লেখা প্রেসক্লাব নেতৃবৃন্দ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।