বাংলাদেশ ও ভারতের দুই রোটারী ক্লাবের বন্ধুত্ব বিনিময় সভা

46

Rotary club of jalalabad -23.11.14-1সিলেটে বাংলাদেশের রোটারী ক্লাব অব জালালাবাদ ও ভারতের রোটারী ক্লাব অব জোয়াই এর মধ্যে বন্ধুত্ব বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও মানবসেবায় রোটারিয়ানদের আরো মনোযোগি হওয়ার উপর গুরুত্বারূপ করা হয়।
জাতীয় সঙ্গীত আর দুই ক্লাবের পতাকা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ জিয়াউস সামস। আগত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব জোয়াই’র ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এস কে লার্ট, চ্যার্টাট প্রেসিডেন্ট ইএফ গেটফ।
স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মাহবুব সুবহানী চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ। বক্তব্য রাখেন প্রাক্তন রোটারী জেলা গভর্ণর রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আখতার আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন রোটারিয়ান পিপি মোস্তফা কামাল, রোটারিয়ান পিপি আব্দুস সাত্তার, রোটারিয়ান পিপি শফিক বকস, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, রোটারিয়ান পিপি মো: আরশদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘সমাজকে এগিয়ে নিতে হলে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হয়। রোটারিয়ানরা এই সম্পর্ক জোরদারের ক্ষেত্রে একেকজন অনুকরণীয় ব্যক্তিত্ব হতে হবে। এর মাধ্যমে বিশ্ব ম্যানচিত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যা রোটারী’র মূলমন্ত্র।’ বিজ্ঞপ্তি
সিলেটে বাংলাদেশের রোটারী ক্লাব অব জালালাবাদ ও ভারতের রোটারী ক্লাব অব জোয়াই এর মধ্যে বন্ধুত্ব বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও মানবসেবায় রোটারিয়ানদের আরো মনোযোগি হওয়ার উপর গুরুত্বারূপ করা হয়।
জাতীয় সঙ্গীত আর দুই ক্লাবের পতাকা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ জিয়াউস সামস। আগত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব জোয়াই’র ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এস কে লার্ট, চ্যার্টাট প্রেসিডেন্ট ইএফ গেটফ।
স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মাহবুব সুবহানী চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ। বক্তব্য রাখেন প্রাক্তন রোটারী জেলা গভর্ণর রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আখতার আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন রোটারিয়ান পিপি মোস্তফা কামাল, রোটারিয়ান পিপি আব্দুস সাত্তার, রোটারিয়ান পিপি শফিক বকস, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, রোটারিয়ান পিপি মো: আরশদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘সমাজকে এগিয়ে নিতে হলে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হয়। রোটারিয়ানরা এই সম্পর্ক জোরদারের ক্ষেত্রে একেকজন অনুকরণীয় ব্যক্তিত্ব হতে হবে। এর মাধ্যমে বিশ্ব ম্যানচিত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যা রোটারী’র মূলমন্ত্র।’ বিজ্ঞপ্তি