গ্যাস-বিদ্যুৎ মূল্যবৃদ্ধির পাঁয়তারা ও সাম্রাজ্যবাদী পরিকল্পনায় আশুগঞ্জ স্থলবন্দর দিয়ে ভারতের অবাধ যাতায়াতের প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এন ডি এফ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল সিলেট নগরীর বন্দর বাজার পেপার পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন এন ডি এফ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মো: সুরুজ আলী, সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু, দপ্তর সম্পাদক রমজান আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, জাতীয় ছাত্রদল শাবি শাখার নেতা আল আসিফ। সভায় বক্তারা বলেন বাংলাদেশের গ্যাসের ক্ষেত্রে সরকারের ভতুর্কির মূল কারণ আমেরিকা ইংল্যান্ড সহ সাম্রাজ্যবাদী দেশের সাথে সম্পাদিত উৎপাদন বন্টন চুক্তি বা পি এস সি চুক্তি। আর বিদ্যুতের ভতুর্কির কারণ রেন্টাল ও কুইক রেন্টাল পদ্ধতি যা সরকার মনোনীত ব্যক্তিদের আবাদের লুটপাটের কারখানা। সরকার এর কোনটাকে বাতিল না করে প্রভু সাম্রাজ্যবাদের নীতি নির্দেশে ও তাদের স্বার্থে এ সকল এই সকল বোঝা বরাবর জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। অপর দিকে আশুগঞ্জ স্থলবন্দর দিয়ে ভারতে অবাধে বিনা শুল্কে পণ্য যাতায়াত করছে। ভারতে সেভেন সিস্টারে চলমান আন্দোলন দমনে ভারত এই পথ ব্যবহারে আশংকা থাকায় এ পথ বাংলাদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আগামী জানুয়ারী মাসে আশুগঞ্জ অভিমুখে যাত্রা কর্মসূচী প্রদান করেছে। এই আশুগঞ্জ অভিমুখে যাত্রা কর্মসূচীতে যোগ দিয়ে জনস্বার্থ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি