প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আজ থেকে শুরু

28

কাজিরবাজার ডেস্ক :
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আজ শুরু হচ্ছে।
এবার প্রথমিক সমাপনীতে অংশ নেবে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন এবং ছাত্রী ১৫ লাখ ছয় হাজার ৪৬৫ জন।
আর ইবতেদায়ীতে পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ১১ হাজার ২৬৫ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৪৪৮ এবং ছাত্রী সংখ্যা এক লাখ ৪৮ হাজার ২৭৩ জন।
এবার ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা দুই লাখ ১৫ হাজার ২২১ জন বেশি।
সরাদেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে রয়েছে ১১টি কেন্দ্র।
প্রথম দিন বেলা ১১টা থেকে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রাথমিক সমাপনী পরীক্ষা সূচি : ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ৩০ নভেম্বর গণিত।
ইবতেদায়ী সমাপনী পরীক্ষা সূচি : ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবি, ২৭ নভেম্বর কোরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ৩০ নভেম্বর গণিত।
নিয়ন্ত্রণ কক্ষ : পরীক্ষা সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর- ৯৫১৫৯৭৭ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর- ৯০৩৮১২২।
আগামী ২৮ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি সনদপত্র দেওয়া হবে।