এক যুগের বেশি সময় ধরে বিএমবিএফ বিশ্ব শান্তি দিবস পালন করে আসছে – চেয়ারম্যান আতাউর রহমান

4
জাতিসংঘ ঘোষিত বিশ্বশান্তি দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেছেন, গত এক যুগের বেশি সময় ধরে বিএমবিএফ বিশ্ব শান্তি দিবস পালন করে আসছে। আমরা চাই এই একটি দিনের অনুশীলনকে পর্যায়ক্রমে প্রতিটি দিন অনুশীলনে পরিণত করে পরিপূর্ণভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক। আসুন, হাতে হাত মিলিয়ে, উদার মানসিকতা নিয়ে নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে আমরা শান্তি এবং নিরাপত্তার মৌলিক অধিকারগুলোকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই। বর্ণবাদমুক্ত পৃথিবী গড়তে আমাদের বিজয় অবশ্যম্ভাবী। বিএমবিএফ পরিবারের প্রতিটি সদস্য জাতিসংঘের শান্তি দিবসের প্রতিপাদ্য বিষয়কে সমুন্নত রাখতে বদ্ধ পরিকর। বর্ণবাদ মোকাবিলায় তাই আমাদের আজকের এই প্রচেষ্টা সময়োপযোগী বলে আমি মনে করি।
(২১ সেপ্টেম্বর) বুধবার নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে জাতিসংঘ ঘোষিত বিশ্বশান্তি দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট মহানগর শাখার সভাপতি মির্জা রেজওয়ান বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিএমবিএফ সিলেট বিভাগের সাবেক সভাপতি হাবিবুর রহমান লিটন, বিশিষ্ট সমাজকর্মী মো: বেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী তারা মিয়া। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সাবেক সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো: সাজিদুর রহমান মাছুম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ মতিন, মো: ইউসুফ সেলু, খালেদ মিয়া, শিরিন চৌধুরী, সাহেদা আক্তার চৌধুরী, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, বিএমবিএফ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মো: মামুন চৌধুরী, আইন সম্পাদক আখলাক হোসেন, কোষাধ্যক্ষ সোহেল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা, সদস্য ক্ষিতিস কুমার বৈদ্য প্রমুখ। বিজ্ঞপ্তি