কাজিরবাজার ডেস্ক :
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া অংশ নিচ্ছেন কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এমনকি আদৌ তিনি আমন্ত্রণ পেয়েছেন কি না তা জানাতেও গড়িমসি করছেন তার প্রেস উইং কর্মকর্তারা। প্রতিবছর ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর সদস্যরা ছাড়াও রাজনীতিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নিয়ে থাকেন। এ বছরও নির্ধারিত সময়ের অন্তত সপ্তাহখানেক আগে অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পৌছে দেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানের মাত্র ১ দিন আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) খালেদা জিয়া তাতে অংশ নিচ্ছেন কি না জানতে চাইলে তার প্রেস উইং কর্মকর্তারা লুকোচুরি খেলতে থাকেন।
বিএনপি প্রধান সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন কি না জানতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এরপর খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয় বিকেল ৪টা ২০ মিনিটে। তিনি বলেন, এই মুহূর্তে কথা বলতে পারব না। পরে যোগাযোগ করেন। এরপর লাইন কেটে দেন তিনি। সাংবাদিকদের তথ্য সরবরাহে বিএনপির এমন রাখঢাকে সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।