আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিভিন্ন সংগঠনের কর্মসূচী পালন ॥ মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান

23
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অধিকার এর উদ্যোগে র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি ও সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। যার ফলে সিলেট নগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামের যুবকের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। রায়হানের পরিবার বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছে। কিন্তু সুবিচার নিয়ে তার পরিবার শঙ্কিত। এ রকম মানবধিকার

৭২তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদব এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

লঙ্ঘন প্রতিরোধ করতে মানবাধিকার কর্মীদের সাথে সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণে র‌্যালি পরবর্তী সমাবেশ চলাকালে বক্তারা এসব কথা বলেন। এর আগে প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি বের হয়ে নগরীর সুবিদবাজার পয়েন্ট প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহিত রায়হানের মা ছালমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিনিয়র সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, মোহাম্মদ বদরুদ্দোজা বদর, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, জেড এম শামসুল, খালেদ আহমদ, মো. মঈন উদ্দিন মনজু, মঈনুল হক বুলবুল, এডভোকেট মো. নাজমুল ইসলাম, সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, সাঈদ নোমান, খালেদ আহমদ, গোলজার আহমেদ, মারুফ আহমদ, গোপাল চন্দ্র বর্ধন, মানাউবী সিংহ শুভ, দিপক বৈদ্য দিপু, নিহত রায়হানের চাচা হাবিবুল্লাহ, সামসুজ্জামান সেলিম, সমাজকর্মী আমিন তাহমিদ, সাবেক ছাত্রনেতা মো. মইনুল হক, মো. মাশুক মিয়া, মো. আফিজ আলী, আব্দুর রহমান খালেদ, আমির হোসেন সর্দার, মো. সিজিল মিয়া প্রমুখ।
এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিচার বহির্ভূত হত্যাকান্ড, হেফাজতে নির্যাতন, জবাবদিহিমূলক গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ পরিষদ : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিশাল মানববন্ধন কর্মসূচিত পালিত হয়।
বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আলম খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শায়খূল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরী, সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা সুহেল আহমদ, প্রফেসর আব্দুল্লাহ আল হেলাল, প্রভাষক আমিনুল ইসলাম, মানবাধিকার কর্মী বুরহান উদ্দিন, মাওলানা রুহুল আমিন, শাহ কামরুজ্জামান শিহাবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রথমেই বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাথে সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শ্রেণী-পেশার মানুষকে রুখে দাঁড়াতে হবে। বক্তারা সাম্য ভ্রাতৃত্ব ও অহিংস আন্দোলনের মাধ্যমে সকলকে এগিয়ে আহবান জানান।
মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ এবং জেলা ও মহানগর শাখা : বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় অত্যন্ত আন্তরিক। দেশে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার ছিল অবিচল। শৈশব থেকে আমৃত্যু তিনি মানবাধিকারের প্রতি নিবেদিত ছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণ ও বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়তে যেখানে প্রতিটি মানুষ মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায়বিচারের নিশ্চয়তা লাভ করবে। তিনি মানবাধিকার দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব শান্তি নোবেল পুরস্কার প্রদান করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নগরীর তালতলাস্থ শাহবান হোটেলের কনফারেন্স হলরুমে ৭২তম বিশ্ব¦ মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ এবং জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালী পরবর্তী আলোচনা সভা ও সিলেট জেলা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সাজ্জাদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন, ফুলকলি ফুড প্রোডাকস লি. এর ডিজিএম বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন খন্দকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, যুক্তরাজ্য মানবিকার নেতা সাংবাদিক জামাল উদ্দিন আহমদ, সিলেট বিভাগের নির্বাহী সভাপতি এম. আসাদুজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুদীপ বৈদ্য, সিনিয়র সহ সভাপতি মো. বেলাল উদ্দিন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কানু দত্ত সেনাপতি, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক, সাংবাদিক এম এ মতিন, সাংবাদিক জাবেদ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব এপিপি, এডভোকেট একরামুল হাসান শিরু, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট এ এইচ এম ওয়াসিম, মো. ইউসুফ সেলু, আলেয়া ইকবাল চৌধুরী, মধু মিয়া, নজরুল ইসলাম মাছুম, জাহাঙ্গীর আলম, খালেদ মিয়া, মামুন চৌধুরী, এ্যাম্বাসেডর আব্দুর রহিম তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী মো. আজহার আলী, সাজ্জাদুর রহমান, তুহিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি