রিকাবীবাজারে সৈনিক ক্লাব থেকে ৮ জুয়াড়ী আটক ॥ সাড়ে ৫২ হাজার টাকা উদ্ধার

170

স্টাফ রিপোর্টার :
নগরীর রিকাবীবাজার থেকে ৮ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে সাড়ে ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল বুধবার পুলিশ আটককৃত ৮ জুয়াড়ীকে সিলেটের হাকিম আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আটককৃতরা হচ্ছে- নগরীর ভাতালিয়ার ২২৩ নং বাসার মৃত সাইদুল ইসলামের পুত্র আহমেদ জাবের (৪৫), ওসমানীনগর থানার কমরপুর গ্রামের মৃত মুনিব উল্লার পুত্র তেরাব আলী (৫৫), দক্ষিণ সুরমা থানার গোয়ালগাঁও গ্রামের মৃত নেয়ামত উল্লার পুত্র মোঃ গিয়াস উদ্দিন (৫০), জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের মৃত শরীফ উদ্দিনের পুত্র বর্তমানে মদিনা মার্কেট আনন্দ রেষ্টুরেন্টের কর্মচারী জানে আলম (৩৫), একই এলাকার মনু মিয়ার পুত্র জামাল মিয়া (৪০), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাঘাউড়া গ্রামের আব্দুল হাইর পুত্র বর্তমানে নগরীর ফাজিল চিশত্ ১৮২ নং বাসার বাসিন্দা সাজ্জাদুর রহমান (৫৫), লক্ষ্মীপুর সদর থানার আবিরনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র বর্তমানে নগরীর পুরান লেন এলাকার বাসিন্দা কামাল আহমেদ (৪৫) ও কানাইঘাট থানার ছোটদেশ গ্রামের মৃত মোরাকিব আলীর পুত্র বর্তমানে নগরীর নবাব রোডের ৪ নং বাসার বাসিন্দা রেজাউল করিম (২৯)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সোয়া ৭ টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রিকাবীবাজার প্রাক্তন সৈনিক নিয়ে গড়া সংগঠন সৈনিক ক্লাবে অভিযান চালিয়ে উল্লেখিত ৮ জুয়াড়ীকে আটক করে। এ সময় পুলিশ জুয়ার আসর থেকে ৫২ হাজার ৪শ’ ৫০ টাকা, ৫ বান্ডিল জুয়া খেলার তাস ও জুয়া খেলার একটি হিসাব খাতা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখার এসআই (নিঃ) আবুল হোসেন বাদি হয়ে তাদের বিরুদ্ধে জুয়া আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। নং- ১৯ (১৯-১১-১৪)।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই (নিঃ) মোঃ মাহমুদুর রহমান জানান, আটককৃত আসামীরা বিভিন্ন স্থানে নিয়মিত জুয়া খেলে বলে জনশ্র“তি রয়েছে। মামলাটি তদন্তাধীন আছে বলে তিনি জানান। উল্লেখ্য সৈনিক ক্লাবকে জুয়ার ক্লাব হিসেবে চালিয়ে আসছিলেন মহসিন আলী নামে এক ব্যক্তি