মো. তাইফুর রহমান

9

নদীর সনে :

নৌকা চলে কী অপরূপ
ওইনা নদীর বুকে
নদীর কাছে গেলে আমার
মন ভরে যায় সুখে।

জেলে ভাই যে মাছ ধরে ওই
মুখে সুখের হাসি
প্রকৃতিও দারুণ লাগে
বড্ড ভালোবাসি।

নদীর চরে বালুরাশি
ভালো লাগে মনে
বিকেল হলে আড্ডা চলে
প্রিয় নদীর সনে।

শান্ত হাওয়ার খোঁজে আমি
বসি নদীর পাড়ে
নদীর জলে হাঁসের খেলা
সুখ যে মনে বাড়ে।

মনকাড়া ওই দৃশ্য আমি
অবাক হয়ে দেখি
নদীর প্রেমে পাগল হয়ে
এই ছড়াটা লেখি।