জগন্নাথপুরে জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ

46

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে পুলিশই জনতা-জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ এবং বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও এসআই হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এলাকার প্রবীণ মুরব্বি এটিএম ফয়জুল হক, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, সফাত উল্লাহ-জগদিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির রহমান চৌধুরী,সমাজসেবক মাওলানা মতিউর রহমান, মাওলানা ফজল উদ্দিন, শিক্ষক মুফতি মাওলানা মুনাজির আহমদ, সিরাজুল ইসলাম, মাওলানা আবুল হাসান, আবু লেইছ, হাসান আহমদ প্রমুখ।
এ সময় জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন, এসআই কায়মুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, মোহাম্মদগঞ্জ কমিটির সভাপতি রোকন উদ্দিন, সমাজকর্মী নজরুল ইসলাম, হোসেন আহমদ, গউছ আলী, মাওলানা শিব্বির আহমদ, জাহেদ আলী, সালাতুর রহমান, আখলুছ মিয়া, নুর আলী খান, আলমগীর খান সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে বাজার সহ আশপাশ এলাকা।