ছাত্র নেতা ছোহেল আহমদ চৌধুরী’র ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ

37

নব্বইয়ের দশকের বিশিষ্ট ছাত্রনেতা ছোহেল আহমদ চৌধুরী’র ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯৯৫ সালের এই দিনে সিলেটের সম্ভাবনাময় এই তরুণ ছাত্রনেতা ৩২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন।
তিনি ইসলামী ছাত্রশিবিরের সিলেট শহর শাখা, ঢাকা মহানগরী শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নব্বই দশকের ছাত্র রাজনীতিতে সিলেট ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইসলামী সমাজ বিপ্লবের অগ্রসৈনিক হিসেবে নিজ সংগঠনসহ সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন।
১৯৯৫ সালের ১৮ নভেম্বরে তার ইন্তেকালে গোটা সিলেট জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার নামাজে জানাযায় বিশাল জনতার ঢল নামে, যা সিলেটের ইতিহাসে ছিল বিরল। জাতির সংকটময় আজকের সময়ে তার বড়ই প্রয়োজন ছিল।
মৃতুবার্ষিকী উপলক্ষে ছোহেল আহমদ চৌধুরী ফাউন্ডেশন এর পক্ষ থেকে  মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচী সমূহের মধ্যে রয়েছে : বাদ ফজর হজরত শাহজালাল (র:) দরগাহ প্রাঙ্গলে মরহুমের মাজার জিয়ারত, খতমে কোরআন, মিলাদ ও দোয়ার মাহ্ফিল। বিজ্ঞপ্তি