শিকদার
আজ বহু দিন হলো গত
হয় না কোনো খেলা
কালের স্রোতে ডুবলো আমার
সোনার ছেলেবেলা।
স্বপ্নগুলো উড়তো সদা
হাওয়ার সাথে নভে
পথ, গিরি, মাঠ তেপান্তরে
ছুটে যেতাম যবে।
বন্ধু-বান্ধব বিদ্যালয়ে
পড়তাম একই সাথে
ঝগড়াঝাঁটি, খুনসুটি আর
ঢুসাঢুসি মাথে।
মত্ত হতাম দস্যিপনায়
যা আছে সব মিত্র
স্মৃতির নদে উঠছে ভেসে
ডানপিটের ঐ চিত্র।
সময়গুলো কাটতো তখন
আনন্দ হইচইয়ে
পেলাম না টের ক্যামনে গেল
জীবনটা আজ বইয়ে!