অস্ত্র মামলায় ৩ আসামী ২ দিনের রিমান্ডে

72

স্টাফ রিপোর্টার :
শহরতলীর উপকন্ঠে গ্রেফতার হওয়া অস্ত্র মামলায় ৩ আসামীকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল সোমবার সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী-৩) মোঃ আনোয়ারুল হক তাদের রিমান্ড শুনানী শেষে ২ দিনে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল আলীম গ্রেফতার হওয়া ৩ আসামীর বিরুদ্ধে উক্ত আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।
রিমান্ডকৃতরা হচ্ছে- ঢাকা জেলার কদমতলী থানার দক্ষিণ ধনিয়া এলাকার ১৯২৮/১ নং বাসার বাসিন্দা আব্দুল মালেকের পুত্র মোঃ জামাল (৪০), একই এলাকার ধনিয়া ৭৮৬ নং বাসার হাজী মোঃ আবুল কাশেমের পুত্র সোহেল রানা ওরফে সুমন (২৭) এবং একই বাসার ভাড়াটে সিরাজ আলী হাওলাদারের পুত্র মোঃ রিপন হাওলাদার (৩৮)।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত সোয়া ১ টার দিকে র‌্যাব-৯’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল সড়কের নাজিমগড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মোঃ জামাল, সোহেল রানা ওরফে সুমন ও মোঃ রিপন হাওলাদারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি, একটি বিদেশী পিস্তল ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র‌্যাবের প্রাথমমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, অস্ত্র, গুলি ও মাদক বিক্রয়ের উদ্দেশ্যে তারা ঢাকা হতে সিলেট নিয়ে আসছিল। এ ব্যাপারে র‌্যাব-৯’র এসআই মোঃ হাবিব সাত্তি বাদি হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। নং- ১৭ (২৩-১০-১৪)। পুলিশ ২৩ অক্টোবরে আদালতে আসামীদের হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।