ভারতীয় মদের চালান আটক

42

স্টাফ রিপোর্টার :
গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ এর চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোম্পানীগঞ্জ উপজেলার বিছনাকান্দির পিকনিক স্পট এলাকা ও গোয়াইনঘাট উপজেলার চুনা কোয়ারী ও নয়াগ্রাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় এ মদের চালান উদ্ধার করা হয়।
গতকাল বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার বিছনাকান্দি বিওপি’র বিজিবি সদস্যরা গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নয়াগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল ভারতীয় ম্যাগ দুয়েল মদ উদ্ধার করে। জব্দকৃৃত মদের সিজার মূল্য ১৯ হাজার ৫’শ টাকা।
গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি’র বিজিবি সদস্যরা গত মঙ্গলবার রাত ৮টায় চুনা কোয়ারী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে। জব্দকৃৃত মদের সিজার মূল্য ১৮ হাজার টাকা।
গোয়াইনঘাট উপজেলার সুনারহাট বিওপি’র বিজিবি সদস্যরা মঙ্গলবার রাত ১০টায় নয়াগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ২৩ বোতল ভারতীয় এমসি দুয়েল মদ উদ্ধার করে। জব্দকৃৃত মদের সিজার মূল্য ৩৪ হাজার ৫’শ টাকা।