সম্মিলিত সাংস্কৃতিক জোট এর পদযাত্রা

34

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করণ এবং সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠির প্রতিরোধের প্রত্যয়ে, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের পদযাত্রা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন, আল আজাদ, এ কে শেরাম, আব্দুল হান্নান, শামসুল আলম সেলিম, মিলু কাশেম, নিরঞ্জন দে যাদু, মোকাদ্দস বাবুল, রানা কুমার সিনহা, এনায়েত হাসান মানিক, খোয়জ রহীম সবুজ, রজত কান্তি গুপ্ত, বিধু ভুষন ভট্টাচার্য্য, জাফর ওবায়েদ, সৈয়ীদ বহলুল আহমদ, সিরাজ উদ্দিন শিরুল, মোহাম্মদ বাদশা গাজী, আবিদ ফায়ছাল, মোহাম্মদ আগুর মিয়া, মেহেদী কাবুল,কাইয়ুম উল্লাস, অমিত ত্রিবেদী, ইকবাল সাই, মোস্তাক আহমদ, সৈয়দ সাইমুম আনজুম ইভান, সৈয়দ মুকতদা হামিদ, সাইফুর রহমান চৌধুরী, বিপুল শর্মা, মাহবুব হাসান, জান্নাতুল নাজনীন আশা, জান্নাতুল নাজনীন উষা, আবু বকর আল আমিন, নকিব চৌধুরী, পরাগ রেনু তমা, শিব্বির আহমদ, মোহাম্মদ শরিফ গাজী, কানন আহমদ, হাসান সিকদার সেলিম, সাহেদ আহমদ, আজিজ আহমদ, হাবিব আহমদ, কিবরিয়া হোসেন, সানী, শাহাদত হোসেন, শর্মিলা দাশ সিমিন প্রমুখ। বিজ্ঞপ্তি