আগামী ২৯ নভেম্বর ঢাকার সহরাওয়দ্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ওয়াকার্স পার্টির মহা সমাবেশ। উক্ত মহা সমাবেশ কে সফল করার লক্ষ্যে সিলেট জেলা ছাত্র মৈত্রীর উদ্যোগে গতকাল এক পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়। পদযাত্রা বন্দর বাজার পৌর বিপণী মার্কেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন মোড় ঘুরে সন্ধ্যা বাজারস্থ পার্টি অফিসে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে ছাত্র মৈত্রীর সিলেট জেলা আহবায়ক স্বপন দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় পার্টি অফিসে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুদ রানা তরুণ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক মাসুদ মাযহার, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংসু মিত্র, নারীমুক্তি সংসদ সিলেট জেলা সভাপতি ইন্দ্রানী সেন সম্পা, যুবমৈত্রী সিলেট মহানগর সম্পাদক ইউসুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি লিয়াকত আলী, ছাত্র মৈত্রীর সদস্য শিপা উরাং, হারুনুর রশিদ, নয়ন আহমদ নুর রহমান, মনিরুল ইসলাম মনির, কাজী ফয়সল ইসলাম, ভারতীয় উরাং, মনি সিং, ফাহিম মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি