জামালগঞ্জে সুইস উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর

53

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক সুইস উপদেষ্টা কমিশনের সদস্যদেরকে নিয়ে সুইজারল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের ৫ জেলার সফরের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় সফর করেন। সুইস প্রতিনিধি দলে সুইজারল্যান্ডের সংসদ সদস্য, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও এনজিও প্রতিনিধি বৃন্দ ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় সাচনা বাজার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগোষ্ঠির সাথে মত বিনিময় করেন।  মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম। প্রতিনিধি দলের সামনে সাচনা বাজার ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সুইস প্রতিনিধি দলে পিটার হেনরিজ আরবেঞ্জ, ক্রিস্টিয়ান এনংলার, পিটার হেনরিঞ্জ লিনডেনম্যান, নিকল মুলার, ডেরেক মুলার। মতবিনিময়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ডাসকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক, এসডিএসের প্রোগ্রাম ম্যানেজার সোহেল ইবনে আলী, ডাসকোর টিম লিডার প্রশিক্ষণ ইসরাত জাহান, প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবীব মল্লিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিজবাহ উদ্দিন, ভীমখালীর চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, উপজেলা ব্যবস্থাপক তাবিবুর রহমান, উপজেলার গণমাধ্যম কর্মীরা, সরকারী দফতরের কর্মকর্তাগণ, বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও সদস্যাগণ, ব্যবসায়ী প্রতিনিধিগণ, শিক্ষর্থী প্রতিনিধিগণ, স্বাস্থ্যকর্মীগণ, কমিউনিটির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল সাচনা বাজারের হরিহরপুর ও ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর গ্রাম পরিদর্শন করেন।
সুইস প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করে বলেন দীর্ঘ মেয়াদী উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ সুইজারল্যান্ড সরকারের অগ্রাধিকারভুক্ত একটি দেশ। স্থানীয় সরকার, দক্ষতা উন্নয়ন ও বাজার উন্নয়নে এই তিনটি ক্ষেত্রে সুইজারল্যান্ড মূলত বছরে ৩০ মিলিয়ন ডলারের অধিক সহায়তা প্রদান করে আসছে, ভবিষ্যতে আরো এই সহায়তা বাড়ানো হবে বলে জানান প্রতিনিধি দল।