কবীর হুমায়ূন
নয়নে নয়ন করেছি বপন,
তোমারে ল’বো যে চিনি,
ওগো ও সজনী!
ভুবনের মাঝে তোমারে নেবোই চিনি।
কবিতার গাঙে ভাসায়ে তরণী,
বাজাবো বাঁশরী সকরুণে নিশিদিনই।
ওগো ও সজনী!
আপনার করে তোমারে ল’বো যে চিনি।
জীবনে দেখেছি হাজার স্বপন,
তোমার হৃদয়ে করবো বপন,
তুমি তো জীবন, তুমিই মরণ!
তুমি যে আমার স্বর্গমানসী অমরার বিজয়িনী।
ওগো ও সজনী!
চিরদিন তরে তোমারে ল’বো যে চিনি।
জীবন ভাসাই প্লাবনের জলে,
খড়কুটো সম কোথা যাই ভেসে;
পানার মতন যাযাবর আমি,
ভেসে যাই সুদূর নিরুদ্দেশে।
বিষাদে ছেয়েছে নীল অম্বর,
বৃষ্টিধারায় কাঁদে ঝরঝর,
তোমাতেই আমি হবো যে অমর,
আসবে কি তুমি বাজিয়ে নূপুর রিনিকিরিনিকিঝিনি?
ওগো ও সজনী!
অলকানন্দায় তোমারে ল’বোই চিনি।