অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সমগ্র বিশ্ব ব্যাপী লায়ন্স ক্লাব আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। লায়ন্স আই হাসপিটাল সমাজের গরীব অসহায় মানুষের সেবায় কাজ করে যাবে। দেশে এবং আর্ন্তজাতিক ভাবে লায়ন্স ক্লাব মানব সেবায় কাজ করে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয়। লায়ন্স ক্লাবের এই মহতি উদ্যোগে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া আমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন আপনাদের পাশে থাকার প্রত্যয় রাখছিল।
তিনি শনিবার (৯ সেপ্টেম্বর) সিলেট লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্টে ৪ শতক জায়গার উপর আধুনিক স্থাপত্য শৈলী ৬ষ্ট তলা বিশিষ্ট লায়ন্স আই হসপিটালের ভিত্তি প্রস্তর স্থাপন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন লায়ন আসমা কামরানের সভাপতিত্বে ও লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর সাবেক জেলা গভর্নর পিডিজি লায়ন ডা. আজিজুর রহমান, সিটি কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মুহিবুর রহমান, লায়ন ডা.শাহ জামান চৌধুরী বাহার, লায়ন সামছুল আলম খান সাজু, লায়ন নাজনিন হোসেন, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন ফারুক আহমদ, লায়ন সাজুয়ান আহমদ, লায়ন গৌতম বণিক, লায়ন চন্দন শাহা, লায়ন আমিন উদ্দিন আহমদ, লায়ন জহির বক্ত, লায়ন আব্দুল কাইয়ুম, লায়ন সাজ্জাদুর রহমান সুজ্জাদ, লায়ন পিন্টু চক্রবর্তি, লায়ন মনছুর আহমদ চৌধুরী, লায়ন এডভোকেট নার্গিস সুলতানা, লায়ন মাছুম আহমদ, লায়ন এমএ মুমিন, লায়ন আছিয়া সিকদার, লায়ন হেলেন আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন সাবিনা আনোয়ার, লায়ন মেহদী কাবুল, লায়ন মো. আতিক, লায়ন এডভোকেট এমআই কয়েছ, লায়ন জাবেদ সিরাজ, লায়ন মিছবাহ উদ্দিন, লায়ন এমএ মুহিত, লায়ন হুমায়ুন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি