কুলাউড়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

25

Road Accidentকুলাউড়া থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল ১১ মার্চ বুধবার দুপুরে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন।
কুলাউড়া থানা ও হাসাপতাল সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের কুলাউড়া বিদ্যুৎ অফিসের সামনে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা নাহিদ পরিবহন (মৌলভীবাজার ঝ ০৪-০০৫২) নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কুলাউড়া থেকে ছেড়ে আসা মৌলভীবাজার গামী নাহিদ খান (মৌলভীবাজার ঝ ০৪-০০৫৫) নামে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাসের চালক ও উভয় বাসের ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ তাদের দ্রুত উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন, বাস চালক মোস্তাকিন (৪৫), ইয়াজিদ আলী (৩০),  আজিরুন বেগম (৫০), জুম্মা (১৮), বাঈদ মিয়া (৫২), কানু দে (৬৯), সুইটি (১৮), বিষ্ণু দেব নাথ (২৭), আকাশ মিয়া (১৮), মিসেস পান্না (১৮), শিরীন (৩১), মিসেস পিয়ারা (৬৫), শেফা বেগম (২০), ছালিক (১৫), মুহিন (৬০)। আহতরা কুলাউড়াসহ মৌলভীবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে অবস্থা আশংকাজনক হওয়ায় বাস চালক মোস্তাকিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতাল ও মুহিনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস দু’টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সড়ক আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।