বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ॥ শিক্ষকদের অবস্থান উন্নত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে

51

গত বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেটে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইডেড হাইস্কুলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বাশিস সভাপতি এ এইচ এম ইসরাইল আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বাশিস সচিব শমসের আলী ও জেলা বাশিস সহ-সভাপতি ময়ুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এবং প্রধান অতিথির বক্তব্য পেশ করেন সিলেট জেলা শিক্ষা অফিসার গুলজার আহমদ। সভায় উপস্থিত ছিলেন সিলেটের ১২টি উপজেলা থেকে আগত মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে গুলজার আহমদ বলেন, শিক্ষক সমাজ মানুষ গড়ার কারিগর। কিন্তু সমাজে তাদের অবস্থান উন্নত করার জন্য সরকার বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য শিক্ষক সমাজের অবদানের কোনো বিকল্প নেই। শিক্ষকদের হাত ধরেই বর্তমান উন্নত সমাজ ব্যবস্থা এগিয়ে চলছে। সরকার বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নয়ন তথা বেতন-ভাতাদি প্রদানের ক্ষেত্রে কোনো কার্পণ্য করছেন না। তিনি বেসরকারি শিক্ষকদের বিভিন্ন প্লাটফর্মে অবস্থানের জন্য শিক্ষক নেতাদের সমালোচনা করে বলেন, আপনারা একই প্লাটফর্মে আসুন এবং সরকারের নিকট আপনাদের নীতিগত এবং ন্যায্য দাবি-দাওয়া উত্থাপন করুন। প্রতিটি উপজেলায় একটি করে স্কুল সরকারিকরণের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, সরকার ইতোমধ্যে সারাদেশে প্রায় দুই শতাধিক বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ১৪৮টি হাইস্কুলকে সরকারিকরণের ঘোষণা দেয়া হয়েছে। সরকার আশা করেন, দেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীতকরণের জন্য জাতির মেরুদন্ড শিক্ষা এবং শিক্ষার মেরুদন্ড শিক্ষকবৃন্দের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সক্রিয় বিবেচনা করছেন। বিজ্ঞপ্তি