জাহিদ আজিম
নদীতে ঢেউ , মধুর ছন্দ ঝর্ণা ধারায়
বন বনানী জুড়ে, সবুজ গাঁয়ের চুড়ায়
লেগেছে আহা মনোরম বসন্ত ছোঁয়া !
দক্ষিণা সমীরণ ঝিরি ঝিরি ছুটে
আম্র বাগান-পথে ঐ যে পথিক হাঁটে
মন ভরে দেয় তাঁর মৌ মৌ হাওয়া ।
কাননে কাননে কতো ফুটেছে ফুল
কালো ভ্রমরটা আজ বড়ই ব্যাকুল
প্রজাপতিও খুশিতে করে নাচানাচি,
গাঁদা ফুল খোঁপা জুড়ে, হলুদ শাড়ি পরে
অপরুপা ললনার ঠোঁটে মিষ্টি হাসি ঝরে
অভিভূত আমি মনে মনে কবিতা রচি ।
শিমূলের ডালে থোকা থোকা লাল ঝুলে
পাখির ঝাঁক মধু খেয়ে কন্ঠে গান তুলে
মনের গভীরে কি যে মুগ্ধতা খেলায় !
পাগল কোকিলটা বসে গাছের ফাঁকে
চঞল চোখে দূরের পানে চেয়ে থাকে
কারে ডাকে কুহু কুহু এই বসন্ত বেলায়?