ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী বেড়াতে গিয়ে বলাৎকারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। সে সাদীপুর ইউনিয়নের গজিয়া গ্রামের মুরাদ মিয়ার ছেলে ও সাদীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষার্থীর অভিভাবকরা শনিবার সন্ধ্যায় বিষয়টি থানা পুলিশকে অবগত করে ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালেও এখন ও ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি বলে পুলিশ সূত্রে জানা যায়। শুক্রবার বিকেলে উপজেলা সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুর (পশ্চিমপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, গত শুক্রবার ওই শিক্ষার্থী নিজ বাড়ির পার্শ্ববর্তী গ্রাম ইব্রাহিমপুর গ্রামস্থ নানার বাড়িতে বেড়াতে যায়। জুম্মার নামাজে যাওয়ার সময় ইব্রাহিমপুর গ্রামের বিচন মিয়ার ছেলে শুনর মিয়া (২৬) শিক্ষার্থীকে তার বসত ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে। বিষয়টি শিক্ষার্থীর অভিভাবকদের অবগত করলে তার পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় সালিশ ব্যক্তিগণের কাছে বিচার প্রার্থী হন। স্থানীয় একাধিক সালিশ ব্যক্তিরা বিষয়টি সমাধানের নামে কালক্ষেপণ করতে থাকেন। এদিকে বলাৎকারের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যায় বিষয়টি থানা পুলিশকে অবগত করে বলাৎকারের শিকার শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বালাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বিষয়টি মৌখিক ভাবে শুনার পর থেকে অভিযুক্তকে আটকে পুলিশ তৎপর রয়েছে। তবে এ ব্যাপারে এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই মামলা রুজু করা হবে।