![01](https://kazirbazar.com/files/uploads/2020/03/01-17.jpg)
দেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে কর্মহীন ও দিনমজুর মানুষদের মধ্যে ব্যবসায়ীদের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ৩০ মার্চ সোমবার চেম্বার বিল্ডিং এর সম্মুখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, পরিচালক মুশফিক জায়গীরদার, মোঃ আব্দুর রহমান (জামিল), মোঃ আতিক হোসেন, সিলেট চেম্বারের সদস্য শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম শামীম, মিলওয়ার হোসেন মিলাদ, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি