সুনামগঞ্জের ছাতকে ইউএনও’র হস্তক্ষেপে রাজস্ব দ্বিগুণ মেধা বৃক্তি পরীক্ষা চালু

14

আতিকুর রহমান, ছাতক

দেশের সাধারণ জনগণের কাছাকাছি সরকারি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সরকারি সিদ্ধান্ত ও বরাদ্দের সঠিক বাস্তবায়নসহ জনগণের দোরগোড়ায় সেবা প্রদানে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসারগন। বর্তমান সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনেক গুলো দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম নিজ কার্যালয় ও পৌরসভার দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে ইউএনও’র দক্ষতা ও হস্তক্ষেপে হাটবাজার ইজারা সহ নানা কার্যক্রমের মাধ্যমে সরকারের রাজস্ব দ্বিগুণ বেড়েছে ছাতকে। তাঁর কাছে আসা নাগরিকদের হাসি মুখে সেবা দেওয়াসহ দালালমুক্ত উপজেলা চত্বর রেখেছেন তিনি।
ইউএনও’র সততা ও কর্মদক্ষতায় উপজেলা পরিষদ ও পৌরসভার কার্যক্রমের চিত্র পাল্টে গেছে। উপজেলার সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাÐে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। কাবিটা, কাবিখা, টিআর ও এডিপিসহ সকল বরাদ্দের তালিকা ও তথ্য ওয়েবসাইটে প্রকাশ করায় রাজনীতিবিদ, সাংবাদিক ও সাধারণ মানুষ তথ্য অবগত হয়ে তদারকি করতে পারছেন।
ছাতক উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন ইউএনও। পাশাপাশি উপজেলায় খেলারমাঠ, পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি, মিলনায়তন ও পাবলিক লাইব্রেরি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন মোঃ তরিকুল ইসলাম। সরকারি খাস ভ‚মি উদ্ধার, শিক্ষার মান বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী ভ‚মিকা পালন, অবৈধ ফুটপাত দখল মুক্তকরণ, সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করাসহ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করছেন তিনি।
সরকারি কাজে জেলা ও উপজেলায় উপস্থিতির পাশাপাশি তিনি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজ পরিদর্শন করে শিক্ষকদের সাথে মতবিনিময় করে শিক্ষার মান বৃদ্ধিতে অগ্রণী ভ‚মিকা পালন করছেন। শিক্ষার্থীরা যাতে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষায় এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে তিনি পৌর সভার উদ্দ্যোগে মেধা বৃক্তি পরীক্ষা চালু করেছেন।
উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার সাধারন মানুষকে বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে গভীর নলকুপ স্থাপনে কার্যকরী ভ‚মিকা পালন করছেন তিনি। মাহে রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা হাসিল করতে না পারে সেজন্যে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণের কাজও করে যাচ্ছেন তিনি।
৩৫ তম বিসিএসের কর্মকর্তা মো: তরিকুল ইসলাম ২০২৪ সালের ১১নভেম্বর ছাতকে যোগদান করেন। মানবিক ও সৎ উপজেলা কর্মকর্তা হিসেবেও সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেন তিনি। যোগদানের পর থেকে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, হাট বাজার ইজারা মূল্য দ্বিগুন করে প্রায় ৪ কোটি টাকার রাজস্ব বাড়িয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সব সময় চেষ্টা করি মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য কাজ করার। জেনে-বুঝে কখনো দায়িত্বে অবহেলা করিনা।
এতে উপজেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।