সিলেটের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মানে ইবনেসিনা হাসপাতাল সিলেট লিঃ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে রমজানের তাৎপর্যশীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও এজিএম এবং হেড অব ব্যবসা উন্নয়ন মোঃ ওবায়দুল হকের সাবলীল উপস্থাপনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দসহ শহরের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। ইবনেসিনা হাসপাতালের ইঞ্জিনিয়ার হাফিজ তারেক আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিএমএস কর্ণেল (অব:) ডা: রুকনুল ইসলাম চৌধুরী, চিফ মেডিকেল অফিসার মেজর (অব:) ডা: আব্দুস সালাম, ম্যানেজার এডমিন আলী হায়দার মোঃ তানভীর, ম্যানেজার (হিসাব) মোঃ মনিরুজ্জামান, ম্যানেজার (পার্চেজ) মোঃ আলআমীন, ডেপুটি ম্যানেজার (এইচআরডি) ইকবাল আহমদ খন্দকার, ডেপুটি ম্যানেজার (ব্যবসা ও উন্নয়ন) ও হেড অফ কর্পোরেট মোঃ শাহেদ আলী, ডেপুটি ম্যানেজার (কাস্টমার কেয়ার) মোঃ নুরুল হক, এসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান ও মাজহার উদ্দিন মুনিম, রিকাবীবাজার শাখা ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম প্রমূখ।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, রমজান মাস নাযাতের মাস, মাগফিরাতের মাস, কোরআন নাযিলের মাস, কোরআন বিজয়ের মাস সর্বোপরি এই মাস তাকওয়া অর্জনের মাস। রমজান মানুষকে মুত্তাকি হিসেবে গড়ে তুলে আর মুত্তাকিরাই জান্নাত লাভ করবে।
তিনি বলেন, মানুষের মৃত্যুর পর তার ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। জান্নাতে যাওয়ার প্রথম ও প্রধান শর্ত হচ্ছে হালাল উপার্জন। আমরা সবাই হালাল রুজি ও হালাল আহারের মাধ্যমে জান্নাতে যেতে চাই। তিনি ইবনেসিনার দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত সকল চিকিৎসকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।