স্টাফ রিপোর্টার
অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগের ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় সিলেট নগরী ও হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নগরীতে ৩ জন ও হবিগঞ্জে একজন রয়েছেন।
পুলিশ জানায়, নগরী থেকে বুধবার রাতে ছাত্রলীগের দুই নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর সোনাতলা এলাকার চাতলীবন গ্রামের শমশের আলীর ছেলে ও জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেব আহমদ (৩০), আরামবাগ ৩নং রোডের আবদুল কাইয়ূমের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মো. মাহবুবুর রহমান (২১) এবং মীরবক্সটুলা আজাদী-২৫ নম্বর বাসার মো. কলিম মিয়ার ছেলে সাইফুর রহমান (৪৫)। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে, হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় জেলা শিক্ষা অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি তরফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট দিতে আসেন।
গ্রেফতারকৃত মো. সেলিম মিয়া সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সুলতানশী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলা ছাড়াও তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হুমকি ধমকি, আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগ রয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, সেলিম মিয়া গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা চালান। এ ঘটনায় আহত তাহির মিয়া বাদী হয়ে একই বছরের ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামি গ্রেফতারকৃত মো. সেলিম মিয়া।