প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সম্পন্ন হয়েছে।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহম্মদ শের মাহবুব মুরাদ। সম্মানিত অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, যে কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রে অনাগত কালকে সামনে রাখতে হবে। কারণ, আজকের পত্রিকায় কোন নিউজ ছাপা হলে তা আজ কিংবা আগামীকালের নিউজ হিসেবেই শেষ হয়ে যাবে না। আজ থেকে ৫০ বছর পরে যখন কেউ ওই নিউজটি পড়বে তখন মূল্যায়নের একটি মাধ্যাম হবে। ভবিষ্যৎ কালকে বিচার করতে গিয়ে আমরা কাউকে অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন করছি কিনা সেটিও ভেবে দেখার বিষয় বলে তিনি মন্তব্য করেন।
জেলা প্রশাসক আরো বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণে পিআইবি’র এই উদ্যোগ প্রশংসনীয়। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রশিক্ষণ প্রদানে অনেক ক্ষেত্রে ট্রেইনারের অভাব থাকে। সে ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম বাড়াতে ট্রেনিং ফর ট্রেইনার টিওটি তৈরী করা যেতে পারে। নিজেরা কিছু ট্রেইনার তৈরী করলে তারা জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দিতে পারবেন।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক (উপপরিচালক) শাহ আলম সৈকত ও এএফপি’র বাংলাদেশ ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির।
বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস বলেন, সাংবাদিকরা জাতির দর্পন। সাংবাদিকরা হবেন মননশীল ও নিরপেক্ষ। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে সত্য ও মিথ্যাকে তুলে ধরবেন। নতুবা পরকালে তাদের জবাবদিহিতা করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকরা ভ‚মিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শুরুতে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি আব্দুল কাদের তাপাদার প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।