গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা শীর্ষক সভা : দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার উদ্যোগ নিতে হবে

2

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছোটখাট বিরোধগুলো আদালতে না এনে যাতে করে স্থানীয় পর্যায়ে মীমাংসা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করা জরুরী। যে কারনে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। তিনি বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালানোর বিষয়ে জোর দেন তিনি। সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করারও আহŸান জানান তিনি। তিনি আরো বলেন, দেশের উচ্চ আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে ও বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ ও দ্রæত এবং অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার এর আর্থিক সহযোগিতায় এবং ইউএনডিপির কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত ‘‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ -৩য় পর্যায় প্রকল্প”। এ প্রকল্প বাস্তবায়ন হলে সাধারণ মানুষ উপকৃত হবে।
শুরুতে গ্রাম আদালতের কার্যক্রমসহ বিগত দিনের রিপোর্ট উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটরগণ /ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ প্রকল্প স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রæত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের লক্ষ্যে তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত: নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করছে। প্রকল্পটি বর্তমানে এর ৩য় পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৬১ জেলার (পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা ব্যতিত) ৪৬৮ উপজেলার ৪, ৪৫৩ টি ইউনিয়নে গ্রামীণ জনগণের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করছে। বিজ্ঞপ্তি