হবিগঞ্জের সাবেক এসপি মুরাদসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

1

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের সাবেক এসপি মুরাদ আলি, সাবেক এএসপি খলিলুর রহমান, সদর থানার সাবেক ওসি অজয় চন্দ্র দেব, ডিবি’র সাবেক ওসি শফিকুল ইসলামসহ ৭৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতে হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর থানার (ওসি) আলমগীর কবির।
মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি (তদন্ত) বদিউজ্জামান, এসআই মুখলেছুর রহমান, এসআই অভিজিৎ ভৌমিক, এসআই মনিরুল ইসলাম, এসআই আলমগীর, এএসআই সোহেল রানা, এএসআই সাকের আহমেদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচঙ্গের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি ও বর্তমান সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, সাবেক এমপি আবু জাহিরের পিএস সুদীপ চন্দ্র রায়সহ ৭৫ জন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচী ছিল বিএনপির। বিকাল ৫টার দিকে শহরের শায়েস্তানগর ঈদগার সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জি কে গউছের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচী শুরু করে হবিগঞ্জ জেলা বিএনপি। শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে পদযাত্রা কর্মসূচী শেষ হয়। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে প্রধান সড়ক ছেড়ে ভিতরের রাস্তায় চলে যেতে বলে। কিন্তু হাজার হাজার লোক সমাগম হওয়ায় ভিতরের রাস্তায় জায়গা না হওয়ায় নেতাকর্মীরা প্রধান সড়কে অবস্থান করছিল। এ সময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়ালসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এই ঘটনায় এস এম আওয়াল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।