স্টাফ রিপোর্টার
নগরী থেকে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মহানগর পুলিশের অভিযানে আল আমিন ও জেলা পুলিশের হাতে আলী হোসেন আটক হন। তাদের উভয়ের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় দক্ষিণ সুরমা থানা পুলিশ। এসময় একটি পিকআপ থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে আল আমিন (২৯) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। আল আমিন জকিগঞ্জ উপজেলার সহিদাবাদ গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা হেডফোনের বক্সের ভেতর থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে তার দায়িত্বে থাকা একটি পিকআপও জব্দ করা হয়।
এদিকে, জেলা পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশ সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই ইউনিয়নের মোহনপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় আলী হোসেন (৩৬) নামের এক ব্যক্তির লুঙ্গির কোমরের ভাঁজ হতে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের ফারুক আহমদের ছেলে।
গ্রেফতারকৃত আল আমিন ও আলী হোসেনকে আদালতে সোর্পদ করে করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।