শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় সুনাগরিক গড়ে উঠবে : সাখাওয়াত এরশেদ

5

কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজীটুলা, সিলেট-এ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার (ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং) পুরস্কার এবং এজেড ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তি, সনদপত্র, শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষা সচেতন অভিভাবকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় সুনাগরিক গড়ে উঠবে। এজেড ফাউন্ডেশন যে কাজটি করছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই কাজটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরকে উজ্জীবিত করবে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও এসএসসি’র সভাপতি সায়মা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল তালুকদার, সিদ্দিক আহমদ খান, কামরান আহমদ কামাল, আছিয়া খানম শিকদার, এজেড ফাউন্ডেশনের সভাপতি মোঃ তোফায়েল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডুয়েলি খানম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জুনেদ আহমদ খান, শাহেদ খান, মাহফুজা আক্তার, আব্দুল্লাহ ইবনে তোফায়েল, জেমিমাহ বিনতে তোফায়েলসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
এজেড ফাউন্ডেশন-এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি, সনদপত্র প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরন করা হয়। পাশাপাশি শিক্ষা সচেতন অভিভাবকদেরকেও সম্মাননা সনদ ও উপহার প্রদান করা হয়।