স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে ৬ দিন পর করোনায় মৃত্যুহীন দিন পার হয়েছে। এর আগে গত ৩০ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। এছাড়া শেষ ২৪ ঘন্টায় সিলেটে করোনা শনাক্ত হারও কমে ২০ শতাংশের ঘরে চলে এসেছে।
শনিবার ৫ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ২১০ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৩৯। এ নিয়ে বিভাগে মোট ৬৪ হাজার ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্তের হার ৩০-এর ওপরে চলে যায়। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। গত বুধ ও বৃহস্পতিবার থেকে সংক্রমণের হার কিছুটা কমে ২১-এ নামে। গত ২৪ ঘণ্টায় সেটি আরও কমে ২০ শতাংশের নিচে চলে এলো। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১০ জনের মধ্যে সিলেট জেলার ১৬৩ জন, সুনামগঞ্জের ৮, হবিগঞ্জের ১৫ ও মৌলভীবাজারের ২৪ জন রয়েছেন।
বিভাগে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত ১৮৩ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে সিলেট জেলার ১৪৯, সুনামগঞ্জের ১৭, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১৬ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব এবং ঘর থেকে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।