হবিগঞ্জে চোরাই চিনিসহ আটক ৩

2

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জে ২৮ বস্তা চোরাই চিনিসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুটি নম্বর বিহীন ব্যাটারী চালিত (টমটম) অটোরিকশা জব্দ করা হয়। বুধবার দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকার ৩নং পুল এলাকার হবিগঞ্জ নসরতপুর বাইপাস সড়কে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্বদেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই রিপন সিংহসহ একদল পুলিশ।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার তেঘিরিয়া গ্রামের মৃত আজমান উল্লার ছেলে রাহাত মিয়া (২৫), ভাদৈ এলাকার আব্দুল মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩০) ও লাখাই উপজেলার বুল্লা গ্রামের জিয়া উদ্দিনের ছেলে শিপন মিয়া (৩০)। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র (এসআই) রিপন সিংহ জানান- বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে হবিগঞ্জ নসরতপুর বাইপাস সড়ক দিয়ে চিনি পাচার করা হচ্ছে। এরই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে দুইটি ব্যাটারী চালিত (টমটম) অটোরিকশা আটক করে ২৮ বস্তা অবৈধ চোরাই চিনি জব্দ করা হয়। এসময় আটক করা হয় ৩ পাচারকারিকে। রিপন সিংহ আরো বলেন- উক্ত চিনি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে চোরাই পথে বাংলাদেশে এনে ভারতীয় বস্তা পরিবর্তন করে দেশীয় ফ্রেস এর বস্তায় ঢুকিয়ে পাচার করছিল চক্রটি। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।