স্টাফ রিপোর্টার
মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর গোবিন্দপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ রাসেল মিয়া (২৬) এবং গোয়াইনঘাট থানার ফাতলিকোনা গ্রামের মাহমুদ আলীর ছেলে মো. আসলাম উদ্দিন (৩৮)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।