হযরত গায়বী শাহ্ (র:)’র বার্ষিক ওরস মোবারক কাল ও পরশু

11

 

স্টাফ রিপোর্টার
প্রতিবছরের ন্যায় এবারও ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত গায়বী শাহ্ (র:) বার্ষিক ওরস মোবারক আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার ১৯ ও ২০ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে। নগরীর উত্তর কাজিরবাজারে এ ওরসকে ঘিরে মাজার এলাকায় চলছে সাজ-সাজ রব। এখন মাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ চলছে। পুরো মাজার এলাকায় আলোকসজ্জার জন্য লাইটিং ও রংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভক্ত-আশিকানরা ওরস মোবারক উপলক্ষে ১১টি গরু, ৩০ মন চালসহ মসলা সামগ্রী মাজার কমিটির কাছে হস্তান্তর করেছেন। মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন- একটি গরুর দাম সর্বোচ্চ ১ লাখ ৩৪ হাজার টাকা হয়েছে। আগামী কাল ওরস মোবারক শুরু হওয়ার আগমুর্হুত পর্যন্ত ভক্ত-আশেকানদের ওরসে শরিক হওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
ওরস মোবারককে নির্বিঘœ করতে এবং ওরসে আসা ভক্ত আশিকানরা যেন নিরাপদে ওরস মোবারক উদযাপন করতে পারেন এ জন্য নিরাপত্তা কাজে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাজার কমিটির নিজস্ব লোকজন থাকবে।
এদিকে এই ওরস মোবারক-কে সফল করতে মাজার কমিটি নিয়েছেন বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে- ৬ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ ফেব্রæয়ারি ২০২৫ বুধবার বাদ ফজর হতে খতমে কোরআন, সকাল ১১টায় মিলাদ-দোয়া, সকাল সাড়ে ১১ টায় মাজারে গিলাফ ছড়ানো, দুপুর ১২ টায় গরু জবাই। বাদ এশা জিকির আজগার এবং ৭ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ২০ ফেব্রæয়ারী বৃহস্পতিবার ভোর ৫ টায় আখেরী মোনাজাত ও শিরনী বিতরণ। ওরসে শরীক হয়ে সফল ও সওয়াব লাভের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন হযরত গায়বী শাহ্ (র:) মাজার কমিটি।