ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এ অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের মিলনমেলা

5

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর কন্ফারেন্স হলে হাসপাতালের কর্মকর্তাদের সাথে জবঃরৎবফ অৎসু গবফরপধষ ধহফ উবহঃধষ ঙভভরপবৎং (ৎধসফড়ভ) এর সদস্যদের এক ঝাঁকজমকপূর্ণ মিলনমেলা ও সভা গত ১৪ ফেব্রæয়ারী অনুষ্ঠিত হয়। এ সময় ৎধসফড়ভ এর সিনিয়র সদস্য লেঃ জেনারেল (অবঃ) ডাঃ জাফরুল্লাহ সিদ্দিকী ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
হাসপাতালের ডি.এম. এস. কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং এজিএম ও হেডঅব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। তিনি অবসরকালীন এই সময়কে দেশ, জাতি ও মানবতার কল্যাণে ভ‚মিকা রাখার জন্য অনুরোধ জানান। সভাপতির আবেগঘন বক্তব্যে কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী বলেন জীবনের শেষ লগ্নে এসে একসাথে আগত অফিসারদের এই বিশাল টিমকে এতো সুন্দরভাবে আনন্দভ্রমণ করাতে পারায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর ডি.এম.এস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী এর আমন্ত্রণে এবং তত্ত¡াবধানে গত ১৩, ১৪ ও ১৫ ফেব্রæয়ারী ২০২৫ইং তারিখে অবসর প্রাপ্ত আর্মি মেডিকেল ও ডেন্টাল অফিসারদের সংগঠন ৎধসফড়ভ এর উদ্দ্যোগে তাদের পরিবারবর্গসহ ৪৫ জনের একটি টিম নিয়ে সিলেটে ৩ দিনের আনন্দ ভ্রমণ করেন। এই সময় তারা সিলেটের দর্শনীয় স্থানসমূহ জাফলং, সাদাপাথর, রাতারগুল বিজিবি রেস্ট হাউজ, সিএমএইচ জালালাবাদ এবং কর্ণেল অবঃ ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল জুবায়েরুল ইসলাম চৌধুরীর গ্রামের বাড়ি কানিশাইল এবং ব্রিগেডিয়ার জেনারেল আশফাক এর গ্রামের বাড়ি ভাদেশ^র পূর্ববাগে মৎস্য শিকার, নৌকা ভ্রমণসহ দৃষ্টিনন্দন প্রকৃতি উপভোগ করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক আব্দুল কাদির খান, ডাঃ মোদাব্বির হোসেন, অধ্যাপক আব্দুল হান্নান, সিএমও মেজর আব্দুস সালাম চৌধুরী, ম্যানেজার (এডমিন) আলী হায়দার মোঃ তানভীর, এসএমও তোফাজ্জল হোসাইন, ডেপুটি ম্যানেজার (হিসাব) মোঃ মনিরুজ্জামান, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন, এসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ দেলোয়ার হোসেন রনি, সিনিয়র অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট) এহসান রুবেল খান। ৎধসফড়ভ এর প্রতিনিধিগণ ইবনে সিনা হাসপাতালের আইসিইউ, অত্যাধুনিক ল্যাবরেটরী, ওটি কমপ্লেক্স, সংযোগ ব্রিজ ও নতুন ভবন সি-বøক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ আনন্দ ভ্রমণে আরোও উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) ডাঃ মাসুদ, মেজর জেনারেল (অবঃ) ডাঃ গোলাম রব্বানী, মেজর জেনারেল (অবঃ) ডাঃ দেবাশীস, মেজর জেনারেল (অবঃ) ডাঃ মাহবুব, মেজর জেনারেল (অবঃ) ডাঃ মহিউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ নাজমুল, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ ইকবাল, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মাহবুব, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ শামসুল হুদা, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ সফিক, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ হায়দার রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ রেহানা, কর্ণেল (অবঃ) ডাঃ মজিবুর রহমান, কর্ণেল (অবঃ) ডাঃ আউয়াল, কর্ণেল (অবঃ) ডাঃ আম্বরি, লে. কর্ণেল (অবঃ) ডাঃ বিল্লাহ, লে. কর্ণেল (অবঃ) ডাঃ রফিক, লে. কর্ণেল (অবঃ) ডাঃ অনীল, লে. কর্ণেল (অবঃ) ডাঃ সাদ উল্লাহ, সিলেট সিএমএইচ এর কমান্ড্যান্ট কর্ণেল ডাঃ সালাহ উদ্দিন ও মেজর ডাঃ তানভীর রায়হান। উল্লেখ্য যে, ৎধসফড়ভ এর পক্ষ থেকে সিলেটে প্রতি বৎসর একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন।