সিলেটে আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার

9

 

স্টাফ রিপোর্টার

সিলেটে অপারেশন ডেভিল হান্টের পৃথক অভিযানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত ২৪ ঘন্টায় সিলেট নগরী-শহরতলী, জকিগঞ্জ ও ছাতকের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান- গত ২৪ ঘটনায় এসএমপি থানা এলাকা থেকে ডেভিল হান্টের অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর মেজরটিলা পূর্ব ভাটপাড়ার আশরাব আলীর ছেলে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ কর্মী আমির আলী (৪৪), মোগলাবাজারের রায়বান ভ‚পাল গ্রামের ইব্রাহীম আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৬) ও সিলাম ইউনিয়নের উলালমহল গ্রামের মৃত মো. সোনা মিয়ার ছেলে মো. কবির আহমেদ (৪৩)। এ নিয়ে মহানগর পুলিশ অপারেশন ডেভিল হান্টে মোট ৫০ জনকে গ্রেফতার করেছে।
ছাতক : ছাতকে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জ জেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের সাবেক মেম্বার আশাই মিয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের কার্যনির্বাহি কমিটির সদস্য আল মিরাজ পাপ্পু।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে।
জকিগঞ্জ : কিগঞ্জে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মিলন আহমদ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে থানা পুলিশের একটা দল গোপন সংবাদের ভিত্তিতে বিরশ্রী ইউপি এলাকা থেকে অভিযান চালিয়ে মিলন আহমদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিলন আহমদ জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিলন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ডেবিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। কোথাও কাউকে নাশকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃত মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।