কাজিরবাজার ডেস্ক :
বিশ্ব অটিজম সচেতনতা দিবস থেকে তিন দিন সারা দেশে নীলবাতি প্রজ্বলিত হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
রবিবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, অটিজম কোনো ছোঁয়াচে রোগ নয়; এটি মানুষের হরমোনজনিত সমস্যার বহি:প্রকাশ।
মন্ত্রী জানান, অটিস্টিক হিসেবে রঙ নির্ধারণ করা হয়েছে নীল। আগামী তিন দিন বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়েল মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নীল বাতি প্রজ্জ্বলন করা করা হবে। সব দেশেই এটা করা হয়। এছাড়া সমাজসেবা অধিদফতর এবং জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ১৫দিন নীল বাতি প্রজ্জ্বলন করবে।
২ এপ্রিল দিবসটি পালন করবে সরকার। সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নীল বাতি প্রজ্জ্বলন করবেন।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের নিয়ে বর্তমান সরকারের উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে মেনন বলেন, আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে ‘ডিজ্যাবিলিটি ইনফরমেশন সিস্টেম’ শিরোনামে একটি সফটওয়্যারের মাধ্যমে তথ্য ভাণ্ডারে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যসমূহ সন্নিবেশিত করেছি।
প্রতিবন্ধীদের সংখ্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডাটা বেইজে এ যাবত শনাক্তকৃত প্রতিবন্ধী সংখ্যার ১৫ লাখ ৫৮ হাজার ৫৪৩ জন। এর মধ্যে অটিজম ৪৪ হাজার ৬৭৫ জন, শারীরিক প্রতিবন্ধী ৬ লাখ ৯১ হাজার ৪৮৩ জন, দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধিতা ৫২ হাজার ৮৪৬ জন, দৃষ্টি প্রতিবন্ধিতা ২ লাখ ১৪ হাজার ৯৫৪ জন, বাক প্রতিবন্ধিতা ১ লাখ ১৪ হাজার ৪৮৯ জন, বুদ্ধি প্রতিবন্ধিতা ১ লাখ ২২ হাজার ৩০৮ জন, শ্রবণ প্রতিবন্ধিতা ৪৫ হাজার ৬৪৬ জন, শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধিতা ৬ হাজার ৫১৫ জন, সেরিপালসি ৬৯ হাজার ৯৩৪ জন, বহুমাত্রিক প্রতিবন্ধিতা ১৭ হাজার ৯৭২ জন, ডাউন সিনড্রোম ৩ হাজার ৫৫ জন এবং অন্যান্য ১২ হাজার ৯১১ জন। প্রতিবন্ধীদের ডাটাবেইজ চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে বলে জানান মন্ত্রী।