আজ ১৩ ফেব্রæয়ারী বিশ্ব বেতার দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’।
এ উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। র্যালিটি সকাল সাড়ে ৯ টায় মিরের ময়দানস্থ বেতার ভবন প্রাঙ্গণ হতে শুরু হয়ে পুনরায় বেতার ভবনে এসে শেষ হবে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজাÑউনÑনবী।
এছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হবে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পক্ষ থেকে সকল শিল্পী, কলাকুশলী, গীতিকার, সুরকার, শ্রোতা ও বেতারের অনুষ্ঠানে অংশগ্রহনকারী সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে।