লাভ শেয়ার বিডি বাংলাদেশসহ বিশ্বে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে -ফজলে এলাহী ভূঁইয়া

2

 

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ঘোষনা অনুযায়ী লাভ শেয়ার বিডি-ইউএস’র উদ্যোগে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারকে পাঁচ লক্ষ টাকার অনুদান প্রদান। বুধবার সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট আয়কর আইনজীবি মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব রাখেন লাভ শেয়ার বিডি-ইউএস’র সাধারণ সম্পাদক ফজলে এলাহী ভ‚ঁইয়া।

প্রধান অতিথি বলেন, লাভ শেয়ার বিডি দীর্ঘ বিশ বছর ধরে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সাধারণত ৫জন বোর্ড সদস্যদের অনুদানে চলে। এছাড়াও আমরা বিভিন্ন দেশে যে কোন দূর্যোগে আমরা ফান্ড রাইজিং করে থাকি। তুর্কি, সিরিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা সহযোগিতা করেছি। সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটিকে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী প্রতিশ্রæতি দিয়ে ছিলেন যার বাস্তবায় আজকে করা হল। তিনি কারো সাথে প্রতিশ্রæতি করলে দ্রæত বাস্তবায়ন করার চেষ্টা করেন। যার প্রমান আজকের অনুদান প্রদান। তিনি আরও বলেন, লাভ শেয়ার বিডি-ইউএস বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মো: মিজানুর রহমান জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক মো: নাজমুল হোসেন, বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের কনসালটেন্ট ডা: মো: নুরুল আলম খান, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের সিনিয়র কনসালটেন্ট ডা: উম্মে খায়ের খাদিজাতুল হুমাইরা, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা: তাওহীদ চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকার জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ বিভাগের পরিচালক তরুন কান্তি সাহা। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য আবু জাকেরিন। অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি ফজলে এলাহী ভ‚ঁইয়াকে সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান অতিথি বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড, কেবিন ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র পরিদর্শন করেন।