গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
চতুর্থ দফা বন্যায় প্লাবিত হয়েছে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা। এরই মধ্যে এ দুটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গতকাল সোমবার বিকেল ৩টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
গোয়াইনঘাটের সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, গত দুইদিনের পাহাড়ি ঢলে সারী ও পিয়াইন নদী দিয়ে নেমে আসা পানিতে উপজেলার সবকটি ইউনিয়নেরর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক ফিশারীর মাছ বন্যার পানিতে ভেসে গেছে। অনেক ঘর-বাড়িতে পানি উঠে গেছে। সারী-গোয়াইনঘাট,গোয়াইনঘাট-সালুটিকর ও গোয়াইনঘাট জাফলং সড়কের অনেক স্থান দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে উপজেলা সদরের সাথে জেলা সদর এবং আঞ্চলিক যোগাযোগ যে কোন সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব জানান, সারি ও পিয়াইন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানান ইউএনও।