তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে অসহায় গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড (বিজিবি)। মঙ্গলবার সকাল ১১ টা থেকে তাহিরপুর সীমান্তের চাঁনপুর এলাকায় মেডিকেল ক্যাম্প বসিয়ে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে বিজিবি। পরবর্তীতে তাহিরপুর সীমান্তে অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে একই জনসচেতনতামূলক সভা করে বিজিবি।
সভায় উপস্থিত সীমান্ত এলাকার লোকজনের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম লে. কর্ণেল জাকারিয়া কাদির, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, তাহিরপুর থানা অফিসার ইনাচর্জ দেলোয়ার হোসেন প্রমূখ।