খাদিমে আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামী ছুরত আলীকে কারাগারে প্রেরণ

21

স্টাফ রিপোর্টার :
খাদিমনগরের আলোচিত ধর্ষণ মামলার আসামি ছুরত আলী (৭০) কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে ধর্ষক সুরত আলী উচ্চ আদালতের নির্দেশে জামিনে ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, খাদিমনগর শাহপরান ইসলামাবাদ এলাকায় গত ৩১ মার্চ বিকেলে সুরত আলী একটি শিশুকে তেঁতুল খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় শিশুর চিৎকারে খেলার সঙ্গীরাসহ প্রতিবেশীরা এগিয়ে গেলে ধর্ষক সুরত আলী পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এরপর শিশুর পিতা আল আমিন গত ৪ এপ্রিল শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করেন। মামলার পর উচ্চ আদালত থেকে জামিন নেন ধর্ষক সুরত আলী। গত ২০ মে আদালতে সুরত আলীকে একমাত্র আসামি করে চার্জশিট দেয় পুলিশ।
এদিকে শিশু ধর্ষন ঘটনার পর খাদিমগরবাসীসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ধর্ষককে গ্রেফতারের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেন। এছাড়া ধর্ষককে বাঁচাতে তার অনুসারীরাও ধর্ষণ ঘটনাকে মিথ্যা আখ্যায়িত করে মানববন্ধন করেন।